প্রধান শিক্ষকের বাণী
একবিংশ শতাব্দীর বিজ্ঞান মনস্কতাই বহমান সমকালে ধূমকেতু আইডিয়াল স্কুল স্বনামে একটি সফল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সর্বক্ষেত্রে কৃতিত্তের স্বাক্ষর বহন করছে।শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না।তাই ধূমকেতু আইডিয়াল স্কুল তার সত্য নিষ্ঠ শ্রম সাধনাকে অবলম্বন করে দেশপ্রেমিক আদর্শ নাগরিক ও সতন্ত্র শিক্ষা সহযোগিতা প্রদানের অঙ্গিকার নিয়ে এগিয়ে চলছে।ধূমকেতু আইডিয়াল স্কুল এর কার্যক্রম যেকোনো মেধার শিক্ষার্থীকেই পৌঁছে দিতে পারে তার নিজের প্রত্যাশার চেয়ে ও উন্নততর স্তরে।
বর্তমান সময়ে জীবনকে গতিশীল ও আনন্দময় করার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যোগ করেছে নতুন মাত্রা।তথ্য প্রযুক্তি জায়গা করে নিয়েছে শহরতলির স্কুলটিতেও। স্কুলটিতে উপকরণ ও বাস্তব উদাহরণের মাধ্যমে শিক্ষার্থীদের সহজ সরল ও প্রাঞ্জল ভাষাই পাঠদান করা হয়।প্রতিদিন স্কুলে এবং শ্রেণিকক্ষে কথোপকথনের মাধ্যমে স্পোকেন ইংলিশ এর চর্চা করা হয়।
স্কুলটিতে একাডেমিক শিক্ষার পাশাপাশি রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, শরীর চর্চা এবং শিক্ষামুলক অনুষ্ঠানে অংশগ্রহণ। সরকারি অনুমোদন প্রাপ্ত বলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাই নিজ স্কুল থেকেই শিক্ষার্থীরা পরীক্ষাই অংশগ্রহণ করতে পারে।
শিক্ষার্থীদের সাফল্যই প্রতিষ্ঠানের সাফল্য, শিক্ষার্থীদের ব্যর্থতা প্রতিষ্ঠানের ব্যর্থতা। উক্তিটির তাৎপর্য অনুধাবন করে আমাদের নিরলস শ্রমে ও দক্ষ পরিচালনাই যুগপযোগী নিরাপদ সুস্থ ও আদর্শ নাগরিক বিনির্মাণে ধূমকেতু আইডিয়াল স্কুলনিয়মিত গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে।পরিশেষে আমরা ভবিষ্যৎ যেন ধূমকেতু আইডিয়াল স্কুল সফলতা ধরে রেখে উত্তরাত্তর সামনে এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্য সকলের সহযোগিতা ও সুচিন্তিত পরামর্শ আমাদের একান্ত কাম্য।
নুরজাহান ইসলাম
প্রধান শিক্ষক
ধূমকেতু আইডিয়াল স্কুল