The Speech of Chairman

সভাপতির বাণী

সাহিত্য ও সংস্কৃতির রাজধানী বলে পরিচিত আমাদের কুষ্টিয়া। এখানে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি বাউল সম্রাট লালন শাহের আঁখরা বাড়ি ও সাহিত্যিক মীর মশাররফ হোসেন বাস্তভিতা। এখানে আছে কুষ্টিয়া মেডিকেল কলেজ। এই কলেজ সংলগ্ন গড়ে উঠেছে ধূমকেতু আইডিয়াল স্কুল। শিক্ষা মানুষের মৌলিক অধিকার।

শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি সাধন করতে পারেনা। তাই অর্থবহ ও কল্যাণমুখী শিক্ষার মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভাকে বিকাশ ঘটিয়ে দেশ প্রেমিক, চরিত্রবান ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার মহান উদ্দেশ্য নিয়ে ধূমকেতু আইডিয়াল স্কুল এর কার্যক্রম ধারাবাহিক এগিয়ে নিচ্ছে। আর বর্তমান বিশ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানুষের জীবনধারার মানকে উন্নত করেছে।

জীবনকে সহজ ও আনন্দময় করার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যোগ করেছে নতুন মাত্রা। আইসিটি স্থান করে নিয়েছে গ্রামের বিদ্যালয়ের সেই ছোট্ট শ্রেণি কক্ষেও যেখানে শিক্ষার্থীদের বই-খাতার পাশাপাশি কম্পিউটার শিখতে শুরু করেছে। ধূমকেতু আইডিয়াল স্কুল শিক্ষার গুনগত মানোন্নয়ন অগ্রণী ভুমিকা পালন করছে।

অতএব আমাদের দক্ষ পরিচালনায় নিরলস শ্রমে মেধা ও মননে ধূমকেতু আইডিয়াল স্কুল টি হয়ে উঠুক তথ্য প্রযুক্তি ও যুগোপযোগী শিক্ষা বিস্তারের নিরাপদ ও সোনালি ভবিষ্যৎ বিনির্মাণের শেষ সর্বশেষ্ঠ আদর্শ বিদ্যাপীঠ। আমরা সফলতা অর্জন সংশ্লিষ্ট সকলের আন্তরিক সমর্থন, পরামর্শ ও সহানুভুতি কামনা করছি।আল্লাহ আমাদের সহায় হোন।ধন্যবাদ সকলকে।

মিঞা মোঃ মাহফুজুল করিম (মাহফুজ )

সভাপতি

ধূমকেতু আইডিয়াল স্কুল